করোনা আক্রান্ত হয়ে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না বিসিসিআই প্রেসিডেন্ট।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ আসলেও, ওমিক্রন আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে সেই রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট দেখেই সৌরভ গাঙ্গুলিকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
প্রসঙ্গত, রবিবার (২৬ ডিসেম্বর) থেকে জ্বর, সর্দিতে ভুগছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। চিকিৎসকের পরামর্শে কোভিড টেস্ট করান তিনি। সেই রিপোর্ট পজেটিভ আসে। কার্ডিয়াক কো-মর্বিডিটি থাকায় কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়।