এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে উলভসের সাথে ২-২ গোলে ড্র করেছে জায়ান্ট লিভারপুল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারের হাস্যকর ভুল।
ম্যাচের ২৬তম মিনিটে লিভারপুলের উপহার দেওয়া গোলে এগিয়ে যায় উলভস। প্রতিপক্ষের গনসালো গুয়েদেসকে সরাসরি পাস দেন লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসন বেকার। বক্সের ভেতর বল পায়ে নিয়ে তিনি সতীর্থ আলেকজান্ডার আর্নল্ডের উদ্দেশ্যে বাড়াতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় গুয়েদেসের পায়ে। সহজ একটি গোল করে উলভসকে এগিয়ে নেন গুয়েদেস।
‘বাজপাখি’ খ্যাত অ্যালিসনের এমন ভুলের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাস্যরসে মেতেছে নেটিজেনরা। ইএসপিএন এফসি’র ফেসবুক পেইজে শেয়ার করা ভিডিওতে এখন পর্যন্ত ৮৬ হাজার রিএক্ট পড়েছে, এর মধ্যে ৫৯ হাজারই ‘হা হা’ রিএক্ট। শেয়ার করেছেন ১৩ হাজারেরও বেশি নেটিজেন আর ১০ হাজারেরও বেশি কমেন্ট-রিপ্লাই এসেছে ভিডিওটিতে।
পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। বিরতির ঠিক আগে সমতা ফেরান ডারউইন নুনেজ। ৫২ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। এরপর তাদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ৬৬ মিনিটে হুয়াং হি-চ্যান সমতা ফেরান। ৮০তম মিনিটে উলভসের একটি গোল বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।