জুলাই ১১, ২০২৩, ০১:৩৭ পিএম
বাংলাদেশ দলে পরিবর্তন হয়ে কয়েকটি। তৃতীয় ওয়ানডে ম্যাচ আজ চট্টগ্রামে। হোয়াইটওয়াশ এড়াতে চাইবে টাইগাররা। আফগানিস্তান টসে জিতে ব্যাটিং নিয়েছে। হাশমতউল্লাহ শহীদী কি ভাবছেন বলা মুশকিল।
বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন হয়েছে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে নেয়া হয়েছে দলে। এছাড়া তাসকিন আহমেদ ফিরেছেন। আর শরীফুল ইসলামও দলে। আফগানিস্তান দল থেকে বিশ্রাম নিয়েছেন রশিদ খান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, মুজিবউর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ও আব্দুর রহমান ।