বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ

১৪ বছর পর বাংলাদেশ সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক

জুন ২৯, ২০২৩, ০৩:৫৭ এএম

১৪ বছর পর বাংলাদেশ সেমিফাইনালে

মোরসালিন ও রাকিব গোলের পর । আজ বেঙ্গালুরুতে ছবি : বাফুফে

দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ভুটানের সঙ্গে ১ পয়েন্ট বা ১-০ গোলে হারলেও শেষ চারে ওঠা নিশ্চিত হয়ে যেতো। কারণ আগের ম্যাচে লেবানন ১-০ গোলে মালদ্বীপকে হারানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ ৩-১ গোলে ভুটানকে হারিয়ে শেষ চারে পা রেখেছে। ১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। 

জামাল ঈদের উপহার দিতে চেয়েছিলেন। বাংলাদেশবাসী ঈদের উপহার পেয়েছে। ১৭ বছর বয়সী শেখ মোরসালিন ও রাকিব আবার জ্বলে উঠেছেন। এই দুজন দুটি গোল করেছেন। আর একটি গোল এসেছে আত্মঘাতি থেকে। যেটায় ভূমিকা ছিল রাকিবের। 

মালদ্বীপের ম্যাচে সবচেয়ে কম বয়সী বাংলাদেশী হিসেবে গোল করেছিলেন মোরসালিন। আজ আবার গোল করেছেন তিনি। তবে ভুটান আগে গোল করে ভড়কে দিয়েছিল। বাংলাদেশ শৃঙ্খলায় ফেরে গোল খাওয়ার পর। ১২ মিনিটে ভুটানের সেন্ট দর্জি প্রথম গোলটি করেছিলেন। এরপর আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে যায়। ভুটান পেয়ে বসেছিল।  বাংলাদেশ গুছিয়ে ফুটবল খেলা শুরু করে। ২১ মিনিটে বক্সের বাহির থেকে বাঁ-পায়ের জোড়ালো শটে গোল করেন মোরসালিন। 

বাংলাদেশ এরপর ছন্দে ফেরে। ম্যাচের ৩০ মিনিটে মোরসালিনের পাস পেয়েছিলেন ডি বক্সে রাকিব। শট নেন। কিন্তু ভুটানের জিগমের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। বাংলাদেশ ২-১ গোলের লিড পেয়ে যায়। মোরসালিন ও রাকিবের তোপে দিশেহারা হয় ভুটান। ৩৬ মিনিটে রাকিব বল নিয়ে বক্সে প্রবেশ করেন। ডান সাইড দিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দিয়ে ব্যবধান করে ফেলেন ৩-১। 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর পুরো আক্রমণে যায়নি। বাংলাদেশ নিরাপদে পা রাখে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ২০০৯ সালে সর্বশেষ শেষ চারে উঠেছিল বাংলাদেশ। 

বিস্তারিত আসছে.............

Link copied!