৩৪ রান দিয়ে ১ উইকেট সাকিবের , কলকাতার জয়

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ০৫:১০ এএম

৩৪ রান দিয়ে ১ উইকেট সাকিবের , কলকাতার জয়

জয় নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু করল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের দলটি ১০ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে (১৭৭/৫)। সাকিব ব্যাট হাতে ৩ রান করেন। আর বোলিং করতে গিয়ে ৩৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

এউইন মরগ্যান তিন নম্বর ওভারে সাকিবের হাতে বল তুলে দেন। প্রথম বলেই বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সাকিব বোল্ড করেন ঋদ্ধিমান সাহাকে। ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ওই ১টিই উইকেট সাকিবের। প্রথম ম্যাচ হিসেবে খারাপ করেননি বলা চলে। 

হায়দরাবাদের জনি বেয়ারস্টো ৪০ বলে ৫৫ রান করেছেন। ৫টি চার ও ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। ডেভিড ওয়ার্নার ৩ রানেই আউট হয়েছেন। মানিষ পান্ডে টানছিলেন হায়দরাবাদকে। নবিও ১৪ রানে আউট হয়েছেন। পান্ডে ৬১ রানে উইকেটে অপরাজিত ছিলেন।  

এর আগে চেন্নাইয়ের চিপকে এম চিদাম্বরম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে জয়ের জন্য ১৮৮ রানের টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সাকিব আল হাসান কলকাতার প্রথম ম্যাচেই দলে সুযোগ পান। 

ওপেনার নিতিশ রানা (৫৬ বলে ৮০ রান) ও রাহুল ত্রিপতির (২৯ বলে ৫৩ রান) ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা লড়াকু স্কোর পেয়েছে। তবে রান আরো হতে পারতো। মোহাম্মদ নবি ও রশিদ খান রানের বেগ থামিয়ে দেন। রশিদ ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি ও ৩২ রান দিয়ে সমান ২টি উইকেট নবির। সাকিব ৭ নম্বরে ব্যাট করতে নামেন। ইনিংসে আর বেশি বল ছিল না। ইনিংসের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। ৫ বলে ৩ রান তার। 

Link copied!