‘বাংলা ওয়াশ’ সিরিজের ট্রফি উন্মোচনে নেই বাংলাদেশের অধিনায়ক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৪:৪৮ পিএম

‘বাংলা ওয়াশ’ সিরিজের ট্রফি উন্মোচনে নেই বাংলাদেশের অধিনায়ক

আর একদিন পরই মাঠে গড়াবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত বাংলা ওয়াশ ত্রিদেশীয় সিরিজ। শুক্রবার (৭ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু দলের সাথে এখনো যুক্ত হননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ছুটি নেন সাকিব। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও অনুপস্থিত ছিলেন তিনি। সিপিএলে শেষ ম্যাচ খেলে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব। সেখান থেকে নিউজিল্যান্ড আসতে কিছুটা দেরি হচ্ছে তাঁর।

অগত্যা আজ বুধবার ক্রাইস্টচার্চে ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোসেশনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসের সাথে দাঁড়াতে হলো বাংলাদেশ দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, টুর্নামেন্টের আগের দিন বৃহস্পতিবার দলে যোগ দেবেন সাকিব, খেলবেন প্রথম ম্যাচ থেকেই। 

এই ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল ফাইনাল খেলবে ১৩ অক্টোবর।

এই সিরিজ শেষ করেই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ব্রিসবেনে যাবে। ব্রিসবেনে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলার পর হোবার্ট যাবেন তারা। ২৪ অক্টোবর হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

 

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

Link copied!