নারী দিবসে বিশেষ ডুডল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০১:৩২ পিএম

নারী দিবসে বিশেষ ডুডল

বিশ্ব নারী দিবস আজ। এ উপলক্ষে ডুডলের মাধ্যমে দিনটির বিশেষত্ব তুলে ধরেছে গুগল। বিশেষ বিশেষ দিনে ডুডল প্রকাশ করে থাকে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। তারই ধারাবাহিকতায় নারী দিবসেও ডুডল প্রকাশ করা হলো। তবে এবার ছবির পরিবর্তে ডুডল হিসেবে স্লাইডশো প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

স্লাইডশো’র মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিচরণ তুলে ধরা হয়েছে। বিভিন্ন সংস্কৃতির নারীরা যে বাঁধা ডিঙিয়ে সামনে এগিয়ে আসছে সেই বার্তা দেওয়া হয়েছে এর মাধ্যমে।

নারী দিবসের ডুডলটি তৈরি করেছেন ডুডল আর্ট ডিরেক্টর থোকা মেইর। এই ডুডল দেখে নারীরা অনুপ্রাণিত হবে বলে মনে করেন তিনি। এ সম্পর্কে থোকা মেইর বলেন, আমার চাওয়া হলো নারীরা যে ধরনের জীবন চায়, সেটাই যেন বেছে নিতে সক্ষম হয় এবং তাদের প্রাপ্য সম্মানের সবটুকুই যেন পায়।

Link copied!