নির্বাচন সামনে এলেই বিএনপি বিদেশিদের কাছে নালিশ দেয়: জয়

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২১, ০৪:২৩ এএম

নির্বাচন সামনে এলেই বিএনপি বিদেশিদের কাছে নালিশ দেয়: জয়

বাংলাদেশ যখন জাতীয় নির্বাচন দুই এক বছর সামনে থাকে তখন বিদেশি মালিকদের কাছে বিএনপি নালিশ দেওয়া শুরু করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর রেডিসন ওয়াটার ব্লু হোটেলে আয়োজিত দেশে প্রথমবারের মতো ফাইভ-জি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সজিব ওয়াজেদ জয় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায় উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ বলেন, “ নির্বাচন সামনে আসলেই আমাদের এক শ্রেণির মানুষ আছে, বিরোধী দল আছে তারা তাদের বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে। তাদের কাছে হাত পাততে শুরু করে। তাদের আশায় বসে থাকে কবে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে ‍বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে।”

ওই শ্রেণির লোকদের ষড়যন্ত্র আবারও শুরু হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীপূত্র জয় বলেন, “ আপনারা জানেন এই বিদেশি শক্তি কারা। যাদের কাছ থেকে লড়াই করে আমাদের স্বাধীন হতে হয়েছে।  আর যারা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে।”

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় আরও বলেন, “এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া  যাবে না। কারণ তাদের ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশতো দূরের কথা, আমরা ফের মধ্যম আয়ের দেশ থেকে নেমে যাবো।” যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে: কেউ থামাতে পারবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাইভ-জি প্রসঙ্গে সজিব ওয়াজেদ জয় বলেন, “যদি আমরা ফাইভ জি মিস করি তাহলে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের জন্য সমস্যা হবে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ফাইভ-জি কেবল উন্নত দেশগুলো চালু করছে। আমরাও সে সময়ে চালু করতে যাচ্ছি। আমরা পিছিয়ে থাকতে চাই না।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. খলিলুর রহমান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের ছয়টি স্থানে ফাইভ-জির  পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো।

টেলিটক সূত্রে জানা গেছে, গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে রাজধানীর দুইশ স্থানে ৫-জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে।

চীনা বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন উপকরন প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি হুয়াওয়ে ফাইভ জি প্রযুক্তি সেবাদানের বিষয়ে চলতি বছরের অক্টোবরে টেলিটকের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তির অধীনে, হুয়াওয়ে বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তি চালু করতে টেলিটককে বিশ্বমানের সেবা প্রদান করছে।

Link copied!