মেহেরপুর নারী ও শিশু নির্যাতন আদালতে আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ সুপার মুহাম্মদ রাফিউল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- পুলিশ কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম।
আদালত সূত্র জানায়, আব্দুল মাবুদ নামে ওই আসামি একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। এ ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মাবুদের গ্রামের বাড়ি গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে।
আহত পুলিশ সদস্যরা গণমাধ্যমকে বলেন, “আব্দুল মাবুদের স্ত্রী জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওই মামলার আসামি মাবুদ আদালতে হাজিরা দিতে যান। আদালতে মামলার বাদী পক্ষের কয়েকজন সাক্ষ্য দিতে গেলে তাদের উচ্চস্বরে হুমকি দেন মাবুদ। একপর্যায়ে মাবুদ উত্তেজিত হয়ে পড়লে তাকে নিবৃত করার চেষ্টা করে পুলিশ। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের কিল-ঘুষি দিয়ে পালানোর চেষ্টা করেন।
এদিকে, আদালতের দায়িত্বরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ গণমাধ্যমে বলেন, “সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাবুদের নামে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।”