জিতেও সেমিফাইনালে যেতে পারল না বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:১৮ পিএম

জিতেও সেমিফাইনালে যেতে পারল না বাংলাদেশ

সেমিফাইনালে যাওয়া হলো না নারীদের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। কিন্তু রানরেটে পিছিয়ে থাকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শেষ চারে ওঠা হলো না তাদের। 

সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা ৯ উইকেটে ৬৯ রান তোলে। জবাবে ৯.১ ওভারে জয় নিশ্চিত হয় বাংলাদেশের (৭৩/৫)। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাঘিনীরা। তবে তাদের এ জয় রান রেটে ভারত ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেরার জন্য যথেষ্ট ছিল না।

মারুফাদের সমান ৬ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ-১ থেকে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশ আসর শেষ করেছে গ্রুপের তিনে থেকে। সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় একই গ্রুপ থেকে ছিটকে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও।

Link copied!