পুতিনকে কসাই বললেন জো বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৩:৩০ এএম

পুতিনকে কসাই বললেন জো বাইডেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের ওয়ারসেতে ইউক্রেনের  শরনার্থীদের একটি আশ্রয় কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন।

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, শরনার্থী কেন্দ্রগুলো ঘুরে আপনার কি মনে হচ্ছে, যেহেতু প্রতিদিনই পুতিনকে নিয়ে আপনার ভাবতে হচ্ছে। বাইডেনের তাৎক্ষণিক উত্তর, ‘হি ইজ এ বুচার’, যার অর্থ তিনি একজন কসাই। বাইডেন বলেন, কয়েকজন শিশুর সঙ্গে কথা বললাম, তাদের সবার চাওয়াই একই রকম; আমার দাদার জন্য,বাবার জন্য,ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা এখন যুদ্ধ করছে। বাইডেন আরও বলেন, এমন যুদ্ধক্ষেত্রে কেউ থাকলে পরিবারের অন্য সদস্যদের মানুষিক অবস্থা কেমন হয় তা কেবল যাদের আত্মীয়স্বজন যুদ্ধ ক্ষেত্রে আছে তারাই বলতে পারবে। প্রতিদিন সকালে উঠে তারা এটাই হয়ত দোয়া করেন, যেন কোন খারাপ সংবাদ না শুনতে হয়। সাংবাদিকরা বাইডেনকে পুতিনের নতুন সামরিক কৌশল নিয়ে প্রশ্ন করলে বাইডেন জবাব দেন, আই এম নট শিওর দে হ্যাভ, যার অর্থ তিনি আসলে জানেন না তারা কি পরিকল্পনায় পরিবর্তন আসলেই এনেছেন কিনা, তারাই জানেন কি করছেন।   

Link copied!