রাজধানীতে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ ছিনতাইকারীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আসামিদের মহানগর হাকিম মো. শহিদুল ইসলামের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আসামিরা হলেন, রায়হান ওরফে সোহেল ওরফে আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, তারা ৪ জনই ছিনতাইয়ের সময় হত্যার সঙ্গে জড়িত ছিল এবং তারা সবাই পেশাদার ছিনতাইকারী। হত্যাকাণ্ডের মূল কারণ সম্পর্কে জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজধানী ও রাজধানীর বাইরে পৃথক অভিযান চালিয়ে গত ২৯ মার্চ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশ তাদের কাছ থেকে চিকিৎসক বুলবুলের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২৭ মার্চ ওই চিকিৎসক রাজধানীর রোকেয়া সরণি দিয়ে অটোরিকশায় করে যাওয়ার সময় গ্রেপ্তার ৪ জনসহ মোট ৫ জন তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে ৩ জন গাড়িটি আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। চিকিৎসক বুলবুল বাধা দিলে ছিনতাইকারীরা তার উরুতে ছুরিকাঘাত করে, যার কারণে তিনি নিহত হন।