তৃতীয় লিঙ্গের জন্য মাদরাসা হলো বরিশালে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২১, ০৪:৪৩ এএম

তৃতীয় লিঙ্গের জন্য মাদরাসা হলো বরিশালে

তৃতীয় লিঙ্গের জন্য মাদরাসা উদ্বোধন করা হয়েছে বরিশালে। নগরীর রসুলপুর কলোনীতে দাওয়াতুল কুরআন নামে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মাদ্রাসাটি উদ্বোধন করা হয়।

শনিবার (১১ ডিসেম্বর) বরিশালের স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরফুদ্দীন বেগ দোয়া মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন।

ওই মাদরাসায় তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এখন ৫০ জন শিক্ষার্থী ইসলামি শিক্ষা নিচ্ছেন।

মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ও খাজা মাইনুদ্দীন চিসতি (রহ.) জামে মসজিদের সভাপতি হাজী কবির চাঁন চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাওয়াতুল কুরআন মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মাদ আব্দুর রহমান আজাদ, মাওলানা আলাউদ্দিন আব্দুল হাকীম, বরিশাল শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মুহাম্মাদ আব্দুল খালেক বিশ্বাস, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজীজ হোসাইনী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মল্লিকা, কাকলী ও সালমা।

Link copied!