রামপুরায় আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ১২:৪৬ পিএম

রামপুরায় আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন।

আজ বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আন্দোলনে নেমেছে তারা। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না এ আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।”

উল্লেখ্য, বাসভাড়া অর্ধেক করার দাবিতে ছাত্রদের আন্দোলনের মাঝে গত সোমবার রাতে রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর প্রাণ যায়।

এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় নটরডেম কলেজের এক শিক্ষার্থী।

Link copied!