আওয়ামী লীগ সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। সরকার মামলা দিয়ে বিএনপির গলায় রশি পরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নুরুল হক নুর-রেজা কিবরিয়া সহ উপস্থিত গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর এক হামলার প্রতিবাদ জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা জ্ঞাপনের সময় এ মন্তব্য করেন তিনি।
নুর বলেন, গতকাল (১৭ নভেম্বর) স্থানীয় ছাত্রলীগের নেতারা হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর এ হামলা চালায়। আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতই নাজুক যে আমরা বিচার চেয়ে মামলা করতে পারছিনা। কারণ আমরা একটা মামলা করলে সরকার আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদের বিরুদ্ধে তিনটা মামলা করবে। এ সরকার মামলাবাজ সরকার।
তিনি বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। ভারতও আমাদের উত্থান থামিয়ে দিতে কাজ করছে বলে আমাদের সন্দেহ। গণঅধিকার পরিষদ করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী আমায় ক্রসফায়ার দেয়ার হুমকিও দিচ্ছে।
গণ অধিকার পরিষদকে হুমকি মনে করছে সরকার, তাই প্রতিনিয়তই তাদের ওপর হামলা করা হচ্ছে। এ নিয়ে মোট ২০ বার হামলার শিকার হলেও কোনবারই সুষ্ঠু বিচার পাননি বলে পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন সংগঠনটির সদস্য সচিব নুরুল হক নুর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র ও তরুণদের আন্দোলনই বাংলাদেশের গণমানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তাই অন্য সকল রাজনৈতিক দলের গলায় সরকার দড়ি পরিয়ে রাখলেও গণ অধিকার পরিষদকে তা করতে পারছে না। তাই হামলা করেই থামিয়ে রাখার অপচেষ্টা করা হচ্ছে।
এছাড়াও বিগত দিনে ভারতবিরোধী বক্তব্য ও আন্দোলনের কারণে তাদের ওপর হামলা হয়েছে বলে ডাকসুর সাবেক এই ভিপি অভিযোগ করে বলেন, তারা আশঙ্কা করছেনও এ এসব হামলাতে সরকার এবং প্রতিবেশী রাষ্ট্রেরও মদদ থাকতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণ অধিকার পরিষদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং হামলায় আহত আরও কয়েকজন।