হারিছ চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্ট হবে: ডিএমপি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৪:৪৮ পিএম

হারিছ চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্ট হবে: ডিএমপি

মাহমুদুর রহমান নামে বিএনপি নেতা হারিছ চৌধুরী মারা গেছে কিনা তা ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। ডিএনএ টেষ্ট পেলেই হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

রাজধানীতে বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে হারিছ চৌধুরীর পরিবারও ডিএনএ পরীক্ষায় সম্মতি দিয়েছেন। হারিছ চৌধুরীর লন্ডন প্রবাসী মেয়ে ব্যরিস্টার সামিরা চৌধুরী এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাররে চিঠি পাঠিয়েছেন। একই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী ও  সিআইডি প্রধানকেও পাঠানো হয়েছে।

পুলিশ সদর দফতরের (ডিআইজি) উপমহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, হারিছ চৌধুরীর মৃত্যুসংবাদ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে। তার বিরুদ্ধে মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে ‘মাহমুদুর রহমান’ নামের এক ব্যক্তিকে ৪ সেপ্টেম্বর দাফন করা হলেও সেই ব্যক্তিই হারিছ চৌধুরী কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, “তার পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের কাজ চলছে।”  

প্রসঙ্গত, গত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হারিছ চৌধুরী মারা গেছেন বলে খবর প্রকাশিত হয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে রাজধানীর পান্থপথে মাহমুদুর রহমান নাম নিয়ে ছদ্মবেশে অবস্থান করছিলেন, এমন তথ্য প্রকাশ পায়। মৃত্যুর পর তাকে সাভারের বিরুলিয়ায় দাফন করা হয়েছে। এরপর থেকেই তার মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলার এই আসামিকে গত ১৪ বছর ধরে হন্যে হয়ে খুঁজেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, এ ব্যাপারে এখনো তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারেনি। তবে পুলিশ সদর দফতর চিঠি পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগকে।

সিআইডির তত্ত্বাবধানে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, সহায়তা করছে সিলেট জেলা পুলিশ। তদন্তে হারিছ চৌধুরীর মৃত্যু নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ তুলে ডিএনএ পরীক্ষা করার বিষয়টি পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

Link copied!