সংসদে মোবাইল নেটওয়ার্ক নেই, বাধ্য হয়ে বাহিরে রুমিন ফারহানা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২১, ০২:৪২ পিএম

সংসদে মোবাইল নেটওয়ার্ক নেই, বাধ্য হয়ে বাহিরে রুমিন ফারহানা

দেশে ফোর জি, ফাইভ জির গল্প শোনানো হয় হলেও মহান সংসদে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। উন্নয়ন ও ডিজিটালের রূপকথা শোনানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে ব্যরিস্টার রুমিন ফারহানা একথা বলেন।

রুমিন ফারহানার ভিডিও দেখতে ক্লিক করুন

মোবাইল নেটওয়ার্ক না পেয়ে বাহিরে যান তিনি

সংসদে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা দেয়ার অনুমতি দাবি করেন তিনি। এরই প্রেক্ষিতে ফৌজধারী কার্যবিধি ৪০১ ধারা দেখতে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু করেন। কিন্তু সংসদে কোন ধরনের নেটওয়ার্ক না থাকায় তাকে সংসদ চলাকালীন সময়ে বাহিরে যেতে হয় বলে জানান তিনি। এসময় আইনমন্ত্রী আনিসুল হক সংসদ চলাকালীন সময়ে বাহিরে যাওয়া নিয়ে মন্তব্য করেন।

এরই প্রেক্ষিতে ব্যরিস্টার রুমিন ফারহানা বলেন, আমরা যত থ্রি জি ফোর জি ফাইভ জি গল্প শোনাই না কেন। মহান সংসদে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। ছোট বেলায় যখন রূপকথার গল্প শুনতাম তেমনই বর্তমানে ডিজিটালের গল্প শুনছি যার বাস্তব ভিত্তি নেই।

সংসদের ওয়াইফাই ব্যবহারের তাগিদ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় সদস্য রুমিন ফারহান আপনি ওয়াইফাই সংযোগ নেয়ার চেষ্টা করেন এখানে ওয়াইফাই থাকার কথা। আপনি সেটা চেষ্টা করতে পারেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, হয়ত ওয়াইফাইর পাসওয়ার্ড জয় বাংলা বিধায় হয়ত সাংসদ রুমিন ফারাহানা ব্যবহার করছেন না।

Link copied!