ভারতে তৈরী পোশাক রপ্তানিতে চীনকে হটিয়ে শীর্ষে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ০১:০৮ এএম

ভারতে তৈরী পোশাক রপ্তানিতে চীনকে হটিয়ে শীর্ষে বাংলাদেশ

বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের  অবস্থান তৃতীয়। বাংলাদেশকে টপকে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে চলে গেছে ভিয়েতনাম। বরাবরের মতো চীন সবার ওপরেই আছে।তবে প্রতিবেশি দেশ ভারতে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশ।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান সংস্থা দ্য ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিজস্ব ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানা গেছে।  

নয়া দিল্লিভিত্তিক এই সংস্থাটির ফেসবুক পেইজে বলা হয়, ভারতে বেড়েই চলেছে বাংলাদেশে তৈরী পোশাকের কদর। এর প্রমাণ উঠে এসেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে। যেখানে বলা হয়েছে ভারতে তৈরী পোশাক রপ্তানিতে চীনকে প্রথমবারের মত পেছনে ফেলে প্রথম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ।

দ্য ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আরও জানায়, গতবছর ভারত সর্বমোট ১.১৫ বিলিয়ন ডলারের তৈরী পোশাক আমদানি করেছিল। এর মধ্যে প্রায় ৪৭৪.৭১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে তারা বাংলাদেশ থেকে। দ্বিতীয় দেশ হিসেবে চীন থেকে আমদানি করেছে ২৭৯.১৮ মিলিয়ন এবং তৃতীয় দেশ হিসেবে স্পেন থেকে আমদানি করেছিল ১০৩.৭১ মিলিয়ন ডলার।

Link copied!