৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৫:৩০ পিএম

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

সংগৃহীত ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ মার্চ (শনিবার)। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পিএসসি। এদিন বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। 

আরও পড়ুন: সমন্বিত ৮ ব্যাংকে ১৫৯৭ পদে বড় নিয়োগ, আবেদনের সময় ৪ দিন

৯ মার্চ দেশের বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষার হল, আসন ব্যবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

এই বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষা
Link copied!