মে ২৬, ২০২১, ০২:০৬ পিএম
আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্যও সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২১ সালে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে।’
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ফের বাড়ানো হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।’
সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ মে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে। দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।