গভীর নিম্নচাপ

উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২৪, ০৭:১০ পিএম

উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, “সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মূলত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে।”

বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক শেখ মাসুদ কামাল দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “৩ নম্বর সতর্ক সংকেত থাকায় উপকূলীয় অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।”

আরও পড়ুন: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পাশাপাশি বিআইডব্লিউটিএ পরিচালকের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে আবহাওয়া সংকেত অনুসরণ করতে হবে। উপকূলে নৌ-চলাচল বন্ধ থাকবে। নৌ-চালকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবদুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হচ্ছে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”

Link copied!