ইউক্রেনের সামরিক বহরে যুক্ত হলো জার্মানির ১৮টি লেপার্ড ট্যাঙ্ক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৩, ১১:১১ পিএম

ইউক্রেনের সামরিক বহরে যুক্ত হলো জার্মানির ১৮টি লেপার্ড ট্যাঙ্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে  দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি ১৮টি অত্যাধুনিক লেপার্ডে ট্যাঙ্ক সরবরাহ করেছে জার্মানি। লেপার্ড টু ব্যাটল ট্যাঙ্কগুলো এরই মধ্যে ইউক্রেনে পৌঁছেছে বলে জানিয়েছেন  জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা বিশ্বের কাছ যত ধরণের ট্যাঙ্ক আছে তার মধ্যে  জার্মানির লেপার্ড টু ব্যাটল ট্যাঙ্ককে সেরা বলে বিবেচনা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনকে এসব ট্যাঙ্ক সরবরাহ করতে সম্মত হয়েছিল জার্মানি।

নেদারর‌্যান্ডস সফরে যেয়ে স্থানীয় সময় গতকাল সোমবার  ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সোমবার যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জার্মান চ্যান্সেলর। এসময় তিনি বলেন, “ প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করেছি। আমরা খুবই আধুনিক ট্যাংক সরবরাহ করেছি।”

ওলাফ শলৎজের এমন বক্তব্যের পর জার্মান সংবাদমাধ্যম স্পেজেলের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে জার্মানির সরকার ইউক্রেনকে ১৮টি অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহ করেছে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এক বিবৃতিতে জানানো হয়, দেশটি ১৮টি লেপার্ড ট্যাংক দিয়েছে ইউক্রেনকে। সেই সঙ্গে ইউক্রেনকে দুটি ট্যাংক মেরামতের সরঞ্জাম ও ৪০টি সামরিক যান দিয়েছে জার্মানি।

Link copied!