পাঞ্জাবে ভোট শুরু, উত্তর প্রদেশে অখিলেশের ভাগ্য নির্ধারণ আজ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২২, ০১:০১ পিএম

পাঞ্জাবে ভোট শুরু, উত্তর প্রদেশে অখিলেশের ভাগ্য নির্ধারণ আজ

ভারতের বিজেপিশাসিত রাজ্য উত্তর প্রদেশ ও কংগ্রেসশাসিত পাঞ্জাবে বিধানসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। উত্তর প্রদেশে তৃতীয় দফায় ১৬ জেলায় ভোট হচ্ছে। পাঞ্জাবে আজ ভোট হচ্ছে প্রথম দফায়। উত্তর প্রদেশে স্থানীয় সময় সকাল সাতটায় ও পাঞ্জাবে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশের ভোট হচ্ছে সাত দফায়। ইতিমধ্যে দুই দফার ভোট হয়ে গেছে। আজ সোমবার ১৬টি জেলার ৫৯টি বিধানসভার আসনে ভোট হবে। এসব আসনে ৬২৭ জন প্রার্থী লড়ছেন। উত্তর প্রদেশে তৃতীয় দফার ভোটে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ১৫ লাখের বেশি। উত্তর প্রদেশ বিধানসভার আসনসংখ্যা ৪০৩।

উত্তর প্রদেশে আজ ভোট হচ্ছে হাথরস, ফয়জাবাদ, ইতাহ, কাসাগঞ্জ, মণিপুর, ফররুখবাদ, কনৌজ, এতাওয়াহ, অরিয়া, কানপুর দেহাত, কানপুর নগর, জালুম ঝাঁসি, ললিতপুর, হামিরপুর, মাহোবা জেলায়। এর আগে রাজ্যটিতে প্রথম দফায় ১০ ফেব্রুয়ারি ৫৮ আসনে এবং ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ৫৫ আসনে ভোট হয়।

উত্তর প্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের ভাগ্য নির্ধারণ হবে আজ। কারহাল আসন থেকে লড়ছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেলের সঙ্গে লড়াই হবে তাঁর। উত্তর প্রদেশ ও পাঞ্জাব ছাড়াও উত্তরাখন্ড, গোয়া ও মণিপুর রাজ্যের বিধানসভা ভোট গণনা হবে ১০ মার্চ।

Link copied!