বড় ধরণের হামলা ব্যর্থ করে দিল রাশিয়া, ২৫০ ইউক্রেনীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৩, ১০:৩৬ এএম

বড় ধরণের হামলা ব্যর্থ করে দিল রাশিয়া, ২৫০ ইউক্রেনীয় সেনা নিহত

দখল করে নেওয়া এলাকা পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর একটি বড় ধরণের আক্রমণ নস্যাৎ করেছে রুশ বাহিনী। ওই হামলায় রুশ বাহিনী ২৫০ ইউক্রেনীয় সেনা হত্যার পাশাপাশি ২৫টি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে দাবি করেছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভের হামলা ব্যর্থ করে রুশ বাহিনী ২৫০ ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করার পাশাপাশি ১৬টি ট্যাংক, পদাতিক যুদ্ধের যান এবং ২১টি সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংস করেছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  অন্যদিকে, রাশিয়ার দাবির বিষয়টির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার সকালে শত্রুরা দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্কের সম্মুখ সমরের পাঁচটি সেক্টরে বড় আকারের আক্রমণ শুরু করে। এই হামলায় ইউক্রেনীয়রা রাশিয়ান প্রতিরক্ষা বুহ্য ভেদ করার চেষ্টা করেছিল। কিন্তু শত্রুরা তার লক্ষ্য অর্জন করতে পারেনি, তারা কোনো দিক থেকেই সফল হয়নি।

গত কয়েক মাস ধরে ইউক্রেন পাল্টা আক্রমণের পরিকল্পনা করে আসছে। তবে হামলা শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য বেশি সময় নিতে চেয়েছে দেশটি। তবে এই হামলা রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা কিনা তা জানা য়াযনি।

Link copied!