সুস্থ হওয়ার তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউজের চিকিৎসক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন প্রেসিডেন্ট বাইডেন।
গত মঙ্গলবার নতুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার চারবার তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারবারই ফলাফল নেগেটিভ আসে। ফলে ঘোষণা দেওয়া হয় বাইডেন সেরে ওঠেছেন।
কিন্তু শনিবার ফের তার করোনা ধরে পরে।
৭৯ বছর বয়সী জো বাইডেন করোনাভাইরাস ভ্যাকসিনের পূর্ণ ডোজ এবং পরে দু’টি বুস্টার ডোজও নিয়েছেন।