সেনাপ্রধানকে সরানোর ইচ্ছা ছিলো না: ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ১২:০১ পিএম

সেনাপ্রধানকে সরানোর ইচ্ছা ছিলো না: ইমরান খান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে দেওয়ার খবর নাকচ করেছেন ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পরাজিত হওয়ার আগে জ্যেষ্ঠ সাংবাদিকদের ইমরান বলেছেন, প্রতিরক্ষা বিভাগে কোনো ধরনের রদবদল আনার পরিকল্পনা তাঁর ছিলো না। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জিও নিউজ এসব তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইমরানের দল পিটিআই থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন লিয়াকত হুসেইন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ইমরান খান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে দিতে চেয়েছেন। ইমরান নিজেই জ্যেষ্ঠ সাংবাদিকদের বলেন, ‘সেনাপ্রধানকে বরখাস্ত করা কিংবা এ–সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কথাই হয়নি। 

Link copied!