তাইওয়ানের জাতিসংঘে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০২:৫৩ এএম

তাইওয়ানের জাতিসংঘে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

জাতিসংঘে যোগদানের কোন অধিকার তাইওয়ানের নেই বলে জানিয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তাইওয়ানকে জাতিসংঘে যোগদানের আহ্বানের পরিপ্রেক্ষিতে বুধবার (২৭ অক্টোবর) এমন দাবি করেছে দেশটি। 

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই জাতিসংঘের সব কার্যক্রমে তাইওয়ানকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। হবে চীন যুক্তরাষ্ট্রের সেই আহ্বানকে নাকচ করে দিয়ে বলেছে, তাইওয়ান চীনের একটি অংশ তাই জাতিসংঘে যোগদানের কোনো অধিকার দেশটির নেই।

চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াওগুয়াং সাংবাদিকদের বলেছেন, জাতিসংঘ সার্বভৌম রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। অন্যদিকে, তাইওয়ান চীনের একটি অংশ। তাই তাইওয়ানের জাতিসংঘে যোগদানের কোনো অধিকার নেই। 

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে চীনকে যুক্ত করার এবং তাইওয়ানকে বাদ দেওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘তাইওয়ানকে বিশ্ব মঞ্চ থেকে বাদ দেওয়া হয়েছে’। 

তিনি বলেন, ‘জাতিসংঘ ব্যবস্থায় (ইউএন সিস্টেম) তাইওয়ানের অর্থপূর্ণ অংশগ্রহণ কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং একটি বাস্তবসম্মত। তাই আমরা জাতিসংঘের সবগুলো সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ ব্যবস্থায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে তাইওয়ানের শক্তিশালী, অর্থপূর্ণ অংশগ্রহণকে সমর্থন করার জন্য আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি’।  

উল্লেখ্য, ১৯৪৯ সালে কমিউনিস্টদের কাছে গৃহযুদ্ধে হেরে জাতীয়তাবাদী বাহিনী পালিয়ে যাওয়ার পর থেকেই, তাইওয়ানকে প্রদেশ হিসেবেই বিবেচনা করে চীন। 

Link copied!