তালেবানকে সন্ত্রাসবাদী বললেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৮:৫৪ পিএম

তালেবানকে সন্ত্রাসবাদী বললেন কানাডার প্রধানমন্ত্রী

তালেবানকে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তালেবানের উপর অবরোধ আরোপ করাকেও যৌক্তিক বলে দাবী করেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, তালেবান একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং দীর্ঘদিন ধরেই কানাডা তাদের সন্ত্রাসাবাদী বলেই তালিকাভুক্ত করে রেখেছে। তাই তাদের উপর অবরোধ আরোপ করা নিয়ে আলোচনা করা যেতেই পারে।  তিনি আরো বলেন, আমরা জি-৭ গোষ্ঠীর নেতাদের সাথে এই বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কি তা আলাপ করার জন্য মুখিয়ে আছি।

আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে আনার ব্যাপারে ট্রুডো বলেন, আমরা যতো বেশি সম্ভব লোকজন বের করে আনতে চাই।

এর আগে জি-৭ এর অন্যতম সদস্য এবং বর্তমান প্রেসিডেন্ট ব্রিটেন ইতোমধ্যে জানিয়েছে, তারা অবরোধ আরোপ করবে কি না তা নির্ভর করবে তালেবান কেমন আচরণ করে তার উপর।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে আফগানিস্তানের ক্ষমতা ছাড়তে হয় তালেবানকে। এর প্রায় ২০ বছর পর তালেবান ক্ষমতা ফিরে পেলো। এরেআগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ত্যাগের সিদ্ধান্ত জানালে এবং গত ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলের মুখে মার্কিন বাহিনী ও তার মিত্রদের আফগানিস্তান ত্যাগে হুড়োহুড়ি পড়ে গেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন বলেছে এই সময়ের মধ্যে কোনভাবেই আফগানিস্তান থেকে সবাইকে সরিয়ে নেয়া সম্ভব নয়।

উল্লেখ্য, ইতোমধ্যে কানাডা প্রায় ৯০০ আফগানকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। এবং তারা আরো ২০ হাজার আফগানের তাদের দেশে আশ্রয় চেয়ে করা আবেদন গ্রহণ করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Link copied!