পশ্চিমবঙ্গ উপনির্বাচন: চার আসনেই হারের পথে বিজেপি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২, ২০২১, ১১:২৭ পিএম

পশ্চিমবঙ্গ উপনির্বাচন: চার আসনেই হারের পথে বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভার চার আসনের উপনির্বাচনে ফলাফল গণনায় পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে শুরু হওয়া এই গণনায় ষষ্ঠ রাউন্ড শেষে চারটি আসনেই এগিয়ে তৃণমূল।

উপনির্বাচনের আসন ৪টি হলো উত্তর চব্বিশ পরগনার খড়দহ, নদীয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা।

দুপুর ১২টায় পর্যন্ত গণনায় দেখা গেছে, এই চার আসনে বিপুল ব্যবধানে হারতে যাচ্ছে বিজেপি। উল্লেখ্য, এই চার আসনের দুটি ছিল বিজেপির দখলে। আর দুই আসন তৃণমূলের।তৃণমূলের খড়দহ ও গোসাবা এবং বিজেপির দিনহাটা ও শান্তিপুর আসন।

তৃণমূল আগেই ঘোষণা দিয়েছিল, এই উপনির্বাচনে তারা ৪ আসনেই জিতবে।

কোচবিহারের দিনহাটা ও নদীয়ার শান্তিপুর আসন দুটিতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধানসভার নির্বাচনী লড়াইয়ে জেতেন। কিন্তু নির্বাচনের পর এই দুই সাংসদ তাঁদের বিধায়ক পদ ছেড়ে দিয়ে ফিরে যান সাংসদ পদে। ফলে শূন্য হয় এই দুটি আসন।

অন্যদিকে উত্তর ২৪ পরগনার খড়দহ আসনের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ২ মে ফল ঘোষণার আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ফলে সেই আসনও শূন্য হয়। আর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা আসনটিও শূন্য হয় তৃণমূলের জয়ী প্রার্থী জয়ন্ত নস্করের করোনায় আক্রান্ত হয়ে জুন মাসে মৃত্যু হওয়ায়।

এবারের বিধানসভা নির্বাচনের পর ইতিমধ্যে আরও তিনটি আসনের উপনির্বাচন সম্পন্ন হয়। এই তিনটি আসন হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন এবং মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ও জঙ্গীপুর আসন। এই তিন আসনের উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। ভবানীপুর আসনের উপনির্বাচনে জয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়ালকে বিপুল ভোটে পরাজিত করেন।

Link copied!