বিজেপি ‘শরণার্থীদের’ সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০৫:০৫ পিএম

বিজেপি ‘শরণার্থীদের’ সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি শুক্রবার (২ এপ্রিল) দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন। এদিন অমিত শাহ শীতলকুচি ও কালোচিনিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন।

অমিত শাহ বলেন, ‘আপনারাই বলুন বাংলায় অনুপ্রবেশের সমস্যার কোনও সমাধান হয়েছে কী? দিদি কিছুই করেননি। আমি কথা দিচ্ছি, ২ মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই অনুপ্রবেশকারী শুধু নয়, একটা পাখিও বাংলায় প্রবেশ করতে পারবে না।

’প্রসঙ্গত, বিজেপির চোখে বাংলাদেশ থেকে কথিত অবৈধভাবে আসা ‘মুসলিমরা’ই কেবলমাত্র ‘অনুপ্রবেশকারী’। অন্যদিকে, ‘অমুসলিমদের’ তারা ‘শরণার্থী বা উদ্বাস্তু’ হিসেবে দেখে থাকে।    

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে অমিত শাহ বলেন, ‘বাংলায় দিদি শুধু খেলা হবে, খেলা হবে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ আর দিদিকে ভয় পায় না। বাংলায় বিজেপি সরকার আপনারা গঠন করুন। আমরা এখানে এক নারায়ণী সেনা গঠন করব, যেখানে গোর্খা এবং রাজবংশী যুবকরা চাকরি পাবে। দিদির গুণ্ডারা কান খুলে শুনে নিন, আপনারা ভাববেন না যে বেঁচে গেছেন। ২ মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই যারা দুর্নীতি করেছে, যারা বিজেপি কর্মীদের হত্যা করেছে, তাদের খুঁজে বের করে জেলে বন্দি করা হবে। অমিত শাহ আরও বলেন, দিদির গুণ্ডারা তোলাবাজি করেছে। সিন্ডিকেট চালিয়েছে। আমফানের পয়সা লুট করেছে। বিজেপির ১৩০ জন কর্মীকে হত্যা করেছে। এ সব অন্যায় যারা করেছে, তারা সবাই জেলে থাকবে।’  

প্রথম দু’দফার নির্বাচনে বাংলার মানুষ পরিবর্তনের জন্য বিজেপিকে বহুলাংশে ভোটদান করে এটা স্পষ্ট করে দিয়েছে, যে ২ রা মে দিদি যাচ্ছেন আর বাংলায় ব্যাপকহারে পদ্ম ফুটতে চলেছে বলেও অমিত শাহ মন্তব্য করেন।

 

 

 

Link copied!