মার্কিন আদালতে আইএস সদস্যের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ১০:২৪ পিএম

মার্কিন আদালতে আইএস সদস্যের যাবজ্জীবন

বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস’র এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মার্কিন যুত্তরাষ্ট্রের একটি আদালত।

আলেকজান্দ্রা কোটি (৩৮) নামে ওই আসামির বিরুদ্ধে মার্কিন নাগরিকদের শিরশ্চেদ করার অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল শুক্রবার ভার্জিনিয়া রাজ্যের জেলা জজ আদালত ওই রায় ঘোষণা করেন।

আরব নিউজের খবরে বলা হয়, ব্রিটিশ বংশোদ্ভূত এই আইএস সদস্যের বিরুদ্ধে যুত্দরাষ্ট্রের দুই সাংবাদিক জেমস ফলি এবং স্টিভেন সটলফ ও দুই ত্রাণকর্মী কায়লা মুলার এবং পিটারকে অপহরণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতের রায়ে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৫ বছর কারাভোগ করার পর বাকি সাজা তাকে যুক্তরাজ্যের কারাগারে ভোগ করতে হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়, বিচারক টমাস সেলবি এলিস তার রায় দেওয়ার সময় লন্ডনের অধিবাসী কোটি কোনো আবেগ দেখাননি। বিচারক তার কৃতকর্মকে ‘জঘন্য, হিংসাত্মক এবং অমানবিক’ বলে বর্ণনা করেন।

তিনি আরো বলেন, কোটির শিকাররা কেউ যুদ্ধবন্দি ছিল না, তারা মাঠের সৈনিক ছিল না। ’ 

জিম্মিরা আদালতকে বলেছেন, কোটি, এল শাফি এলশেখ এবং মোহাম্মদ এমওয়াজি এই তিনজন মিলে আইএস একটি সেলের সদস্য ছিলেন। ব্রিটিশ উচ্চারণের ইংরেজিতে কথা বলার কারণে দেশটির বিখ্যাত সঙ্গীত ব্যান্ডের অনুসরণে তাদের ডাক নাম হয় ‘দ্য বিটল্‌স’। এমওয়াজি ২০১৫ সালে সিরিয়ায় নিহত হন।

চতুর্থ আরেকজন আইন ডেভিসও ওই সেলের অংশ বলে মনে করা হয়। ডেভিস একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে তুরস্কের একটি কারাগারে বন্দি রয়েছেন।

Link copied!