যুদ্ধাপরাধের দায়ে সেই রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২২, ০৬:৫৮ পিএম

যুদ্ধাপরাধের দায়ে সেই রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া সেই তরুণ রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। সোমবার বিবিসি’র এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ২১ বছর বয়সী ওই রুশ সেনার নাম ভাদিম শিশিমারিন। তিনি সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের চুপাখিভকা গ্রামে একটি গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সি অলেক্সান্ডার শেলিপভ নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করেন ভাদিম। এতে তিনি মারা যান। পরে তার বিরুদ্ধে ইউক্রেনের আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়।

আদালতে অলেক্সান্ডার শেলিপভকে হত্যার কথা স্বীকার করেন ভাদিম। তবে অন্যের নির্দেশে শেলিপভকে হত্যা করেছিলেন বলে দাবি করেছিলেন তিনি। এমনকি নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছিলেন ভাদিম। 

এদিকে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা জানিয়েছিলেন, তার কার্যালয় ৪১ জন রাশিয়ান সৈন্যের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় বোমা হামলা, ধর্ষণ ও লুটপাটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। 

Link copied!