রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিত করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২১, ০৯:৩৫ পিএম

রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিত করলেন মমতা

রেকর্ড গড়ে পশ্চিমবঙ্গের উপনির্বাচনে জয় পেয়েছেন মমতা ব্যানার্জী। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিত হয়েছে মমতা ব্যানার্জীর।

২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ৫৮৩৮৯ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। 

২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪৭০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬৩২০ ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র ৪২০১ ভোট। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা। 

এদিকে নির্বাচনে বিজয়ের খবর প্রকাশিত হওয়ার পরেই কলকাতার কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা। বিভিন্ন গণমাধ্যমকে তারা জানান, 'এবার আমাদের দিদিকে কেন্দ্রের প্রধান হিসেবে দেখতে চাই।'

এদিকে করোনা পরিস্থিতিতে কোনওরকম বিজয় উৎসব না করা হয়, তা নিশ্চিত করতে নবান্নকে চিঠি দিয়েছে ভারতের নিরবাচন কমিশন। ভবানীপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও দুই আসনে ভোটের ফল ঘোষণার পর যাতে কোনওরকম হিংসা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

Link copied!