সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৯:৪৫ এএম

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২০

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার পরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে লুল ইয়েমেনি নামের এক রেস্তোরাঁর বাইরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় ভরে যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়। বিস্ফোরণের সময় রেস্তোরাঁর বাইরে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয়।

এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওসমা এএফপিকে জানান, বিস্ফোরণটি বেশ জোরালো ছিল এবং এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটি আল-কায়েদা-সংযুক্ত আল শাবাব বিদ্রোহীদের দ্বারা বারবার হামলার শিকার হয়। আফ্রিকার বিভিন্ন দেশজুড়ে সহিংস বিদ্রোহ চালাচ্ছে তারা। এর আগে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারী বাহিনী তাদের মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল।

সূত্র : আফ্রিকা নিউজ,রয়টার্স

 

 

Link copied!