১৩৩ যাত্রী নিয়ে চীনে বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২১, ২০২২, ০৯:১৬ পিএম

১৩৩ যাত্রী নিয়ে চীনে বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত

চীনের গুয়াংশিতে ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) গুয়াংশির পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। সিসিটিভির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়,  

১৩৩ জন যাত্রী বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়েছে কি না, এখন পর্যন্ত তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, চীনের এই বিমান দুর্ঘটনার একটি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূচি অনুযায়ী, সোমবার (২১ মার্চ) চীনের ইস্টার্ন এয়ারলাইনসের মালিকানাধীন বিমানটির কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

Link copied!