২৩ দিন ধরে ‘নিখোঁজ’ চীনের পররাষ্ট্রমন্ত্রী, বাড়ছে জল্পনা-কল্পনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৩, ০৬:৪৮ পিএম

২৩ দিন ধরে ‘নিখোঁজ’ চীনের পররাষ্ট্রমন্ত্রী, বাড়ছে জল্পনা-কল্পনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং কে ২৩ দিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিলো গত ২৫শে জুন।

সোমবার (১৭ জুলাই) তাঁর অবস্থান সম্পর্কে বিবিসি জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান যে এ সম্পর্কে তার কাছে দেয়ার মতো কোনো তথ্য নেই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অস্বচ্ছ সিস্টেমের মধ্যে এ ধরণের হাই-প্রোফাইল একজন কর্মকর্তার এমন অন্তর্ধান একটি জটিলতার লক্ষ্মণ হতে পারে।

একই সাথে মিস মাও এর জবাব এ বিষয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে এবং এ বিষয়ে গভীর সন্দেহ তৈরি করেছে।

“তিনি কি জানেন না যে কিভাবে জবাব দিতে হয়,” চীন সামাজিক মাধ্যম উয়েবোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভিডিও ক্লিপে একজন এমন মন্তব্য করেছেন।

“এই জবাব সম্পূর্ণ উদ্বেগজনক,” লিখেছেন আরেকজন।

বুধবার চীন জানিয়েছে, জাকার্তার সম্মেলনে কিনের বদলে অংশগ্রহণ করবেন ওয়াং ই। ২৪-২৫ জুলাই জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনেও তিনি অংশগ্রহণ করবেন।

জাকার্তা ও জোহানেসবার্গে কিনের অনুপস্থিতির কারণে তাকে নিয়ে সম্ভাব্য আরও যেসব সূচি রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন জাগছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের সূচি নির্দিষ্ট করতে পারছে না যুক্তরাজ্যে। চলতি মাসে এই সফর আয়োজনের কথা রয়েছে। এটিকে টানাপড়েন থাকা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Link copied!