রাজধানীর পল্টন এলাকার বিজয়নগর কালভার্ট রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। বুধবার ( ২৯ নভেম্বর ) দুপুর ৩টায় এ ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রিকশার যাত্রী বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী এ কে আজাদ (৬৪) ও মোটরসাইকেল আরোহী তাহির ভূঁইয়া (২৮)। তাহির নিজেকে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে দাবি করেছেন ।
তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা বলছেন, দুর্বৃত্তরা তাঁদের দিকে ককটেল ছুড়েছে।
আজাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন জানান, মতিঝিল থেকে রিকশাযোগে কাকরাইল অফিসের দিকে আসছিলেন আজাদ। সে সময়ে বিজয়নগর পানির টাংকি কালভার্ট রোডের মোড়ে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে স্প্লিন্টার ডান পাজরে লেগে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতাল এবং পরে সেখান থেকে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত তাহিরের বন্ধু সিয়াম সালাউদ্দিন বলেন, তাহির বিজয়নগর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে তার সুত্রাপুরের বাসায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণ হলে আহত হন। পরে তাকে মেডিকেলে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত দুজনের চিকিৎসা জরুরি বিভাগে চলছে। পল্টনের বিজয় নগরে তারা ককটেল বিস্ফোরণে আহত হয়ে বিকালে ঢাকা মেডিকেলে এসেছেন।