ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ তারেক এজাজ আদালত কক্ষে মাহমুদুরের উপস্থিতিতে খালাসের আদেশ দেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মাহমুদুরের দায়ের করা আপিল মঞ্জুর করে আদালত এই রায় দেন।
রায়ের পর মাহমুদুর সাংবাদিকদের বলেন যে তিনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যাবেন।