তৃতীয় মামলায় জামিন পেলেন মিল্টন সমাদ্দার, মুক্তিতে বাধা নেই

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ০৮:৩৮ পিএম

তৃতীয় মামলায় জামিন পেলেন মিল্টন সমাদ্দার, মুক্তিতে বাধা নেই

আদালত প্রাঙ্গণে মিল্টন সমাদ্দার ফাইল ছবি (সংগৃহীত)

বহুল আলোচিত মিল্টন সমাদ্দার মিরপুর মডের থানায় দায়ের করা মামলা থেকে জামিন পেয়েছেন। তার মুক্তিতে এখন আর কোনও বাধা নেই।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এই নিয়ে ৩ মামলায় মিল্টনকে জামিন দেওয়ায় এখন তার মুক্তিতে বাধা নেই। মিল্টনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, মানব পাচার, জালিয়াতি ও অবৈধভাবে আটকে রেখে ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে বহুল আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগ উঠেছে। যদিও ৩ মামলার এজাহারে এই অভিযোগ উল্লেখ করা হয়নি।

এর আগে হাইকোর্ট থেকে একটি ও জজ কোর্ট থেকে আরেকটি মামলায় জামিন পান বহুল আলোচিত মিল্টন সমাদ্দার। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে কারান্তরীণ ছিলেন তিনি।

Link copied!