স্থানীয় এলাকার আধিপত্য বিস্তার বিরোধে প্রাণনাশ রুবেলের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৩, ১০:০০ পিএম

স্থানীয় এলাকার আধিপত্য বিস্তার বিরোধে প্রাণনাশ রুবেলের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর মালিবাগে অলিউল্লাহ রুবেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মো. আদনান আসিফ (২০) এবং মো. শাকিলকে (২০) উত্তরা (পূর্ব) এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রবিবার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ৩ অধিনায়ক আরিফ মঈনউদ্দিন।

গত ২১ জুলাই মধ্যরাতে শাহজাহানপুর থানাধীন মালিবাগ বাজার রোড বিভাবরী বাড়ির সামনে অলিউল্লাহ রুবেলকে  ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।ভিকটিমের আর্ত-চিৎকারে তার পরিবারের লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অলিউল্লাহ রুবেল মালিবাগে সপরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করত। শান্তিবাগ এলাকায় ইন্টারনেট ও ডিমের পাইকারি ব্যবসা করত। পাশাপাশি পানির ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চেষ্টা করছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে একই এলাকার শাহজালাল নামক ব্যক্তির সাথে শত্রুতার সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে শাহজালালের নির্দেশে হাবিব, সানি, আলিফ, শাকিল, আসিফসহ আরও কয়েকজন মিলে রুবেলকে উচিত শিক্ষা দেয়ার পরিকল্পনা সাজায়। সে অনুযায়ী রুবেলের বাসায় যাওয়ার রাস্তায় অপেক্ষা করতে থাকে। হামলা চালালে রুবেল বাঁচার জন্য দৌড়াতে শুরু করে এবং হাবিব ও অন্যান্যরাও তার পেছনে অস্ত্র নিয়ে ধাওয়া করে।

বিভাবরী বাড়ির সামনে এসে হাবিব ও তার দল রুবেলকে ধরে রাস্তায় ফেলে কুপিয়ে জখম করে। রুবেল রক্তাক্ত শরীর নিয়েই এগিয়ে গিয়ে আরেকটি বাড়ির সামনে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভিকটিমের আর্ত-চিৎকার শুনে তার স্ত্রী ও আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামী হাসপাতাল, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। 

র‌্যাবের অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে মূল পরিকল্পনাকারী শাহজালালের পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। শাহজালালের সাথে স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেলের বিরোধ সৃষ্টি হয়। এতে শাহজালাল ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার জন্য হাবিবকে দায়িত্ব দেয়। 

এই ঘটনায় রুবেলের স্ত্রী তানজিনা দেওয়ান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!