ভেঙে পড়া ‘ইউএফও’র সন্ধান মিললো আন্টার্কটিকায়!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:০১ পিএম

ভেঙে পড়া ‘ইউএফও’র সন্ধান মিললো আন্টার্কটিকায়!

আন্টার্কটিকায় বিশালাকায় চাকতির মতো এক বস্তুর সন্ধান পাওয়া গেছে।  স্কট সি ওয়ারিং নামে স্বঘোষিত এক ইউএফও বিশেষজ্ঞের দাবি, বরফের বুকে ভাসমান ওই গোল চাকতিটি নাকি ভিনগ্রহের প্রাণীদের। সেটি বরফের উপর আছড়ে পড়েছে। ভারতীয় আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

‘ইউএফও’অর্থ হচ্ছে 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস' বা অজ্ঞাত উড়ন্ত বস্তু। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পৃথিবীর নানা দেশে নানা সময় আকাশে উড়তে দেখা গেছে এগুলোকে । বিচিত্র আকারের নভোযানের মত দেখতে এগুলো, অত্যন্ত দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। এসব বিষয় নিয়ে নানা চলচ্চিত্রও নির্মিত হয়েছে। তবে আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা যায়, আকাশে ভেসে বেড়াতে দেখা গিয়েছে অদ্ভুত যান। যেগুলিকে ভিন্‌গ্রহীদের যান বা ইউএফও বলে দাবি করা হয়েছে। সম্প্রতি এমনই দাবি করেছে ইউএফও বিশেষজ্ঞ স্কট সি ওয়ারিং।

ওয়ারিং দাবি করেছেন, ভিন্‌গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে আসে। ওয়ারিং বলেন, “আমার তথ্য ও ছবি শেয়ার করার পর আশা করছি অনেক দেশই ইউএফওটি উদ্ধারের জন্য যাবে। আন্টার্কটিকাকে কি ভিন্‌গ্রহীরা নিজেদের যান লুকনোর জায়গা হিসেবে বেছে নিল? এই ছবিই প্রমাণ করছে যে ভিন্‌‌গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে যাতায়াত করে।” তবে ওয়ারিংয়ের এ সব দাবিকে নস্যাৎ করেছেন বিজ্ঞানীরা।

Link copied!