জানুয়ারি ২৪, ২০২৪, ০৭:৩৪ পিএম
উত্তরা থেকে মতিঝিল থেকে বাড়ানো হয়েছে মেট্রোরেল চলাচলের সময়। চালু হয়েছে সবগুলো স্টেশন। প্রথম তিন দিনে মেট্রোরেলের ২০ হাজার এমআরটি পাস কিনেছেন যাত্রীরা। টিকিট কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এড়াতে এমআরটি পাস। এ পাসে থাকছে আরও নানা সুবিধা।
মেট্রোতে সহজে যাতায়াতের জন্য গত তিন দিনে প্রায় ২০ হাজার এমআরটি পাস বিক্রি হয়েছে। এমআরটি পাস ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।
শুধু টিকিট কাটাই নয়, ঝক্কি রয়েছে মেট্রোতে ওঠার সময়েও। টিকিট কাটলেও বগিতে উঠতে পারবেন কি না তা নিয়েও অনেকে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকেন। অনেক যাত্রীকে এক বগির দরজা থেকে অন্য বগির দরজায় দৌঁড়াতেও দেখা যায়।
এ অবস্থায় যাত্রীদের ভিড় কমাতে মেট্রোরেলের চলাচলের মধ্যবর্তী সময় কমানোর পাশাপাশি নতুন বগি বাড়ানোরও চিন্তা করছে কর্তৃপক্ষ।
মেট্রোরেলের ১৬টি স্টেশন হলো- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।
জানা গেছে, সাধারণত রাজধানীতে পিক আওয়ার সকাল ৯টা ও বিকেল ৫টা। অফিস শুরু ও শেষের সময়কে কেন্দ্র করে সড়কে এ সময় তীব্র যানজট দেখা যায়। এ অবস্থা থেকে উত্তরণে নগরবাসীর আস্থায় পরিণত হয়েছে মেট্রোরেল। ফলে পিক আওয়ারে স্টেশনগুলোতে ভিড় বাড়ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। গত ৩১ ডিসেম্বর সবশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশন চালু হয়। আর গত ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।