প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৫, ০১:২৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

ছবি: সংগৃহীত

নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করতে ইসির সঙ্গে বৈঠকে বসেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

রোববার, ২০ এপ্রিল বেলা ১২টা ২৫ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে অংশগ্রহণ করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তিন মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইসিকে চিঠি দিয়েছিল এনসিপি। সেদিন একই দাবি জানিয়েছিল সদ্য আত্মপ্রকাশ করা ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি, যার শেষ সীমা রোববার।

এরই মধ্যে পাঁচটি দল আবেদন করেছে। বিজ্ঞপ্তি জারির দুই সপ্তাহের মাথায় ২৫ মার্চ ‘আওয়ামী লিগ নামে একটি দলের নিবন্ধন আবেদন করেন। এরপর আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে চারটি দল নিবন্ধনের আবেদন করে।

এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ইসি পুনর্গঠনসহ নানা দাবির কথা তুলে ধরছে এনসিপি।

Link copied!