শাপলা প্রতীকেই ভোটে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৬:০৮ পিএম

শাপলা প্রতীকেই ভোটে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই।”

সারজিস বলেন, “শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাঁধা থাকতে পারে না।”

জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না বলে এ সময় মন্তব্য করেন এনসিপি নেতা।

সোমবার দুপুরে জামালপুরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এ বিষয়ে এনসিপির অবস্থান জানতে চাইলে সারজিস আলম বলেন, “দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যেকোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।”

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি যেকোনো অ্যালায়েন্সে যেতে পারে, তবে এনসিপি নিজের প্রতীকে নির্বাচন করবে। এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না।”

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় মশিউর আমীনসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

Link copied!