কোটা সংস্কার আন্দোলনে সহিংসতাকে ‘জঙ্গিবাদী কাজ’ বললেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২৪, ১০:০০ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে প্রকৃত অর্থে এটা কোনও রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় কোটা বিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোর জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করে কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দুই-একদিনের মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে

বৈঠকের সূচনা ভাষণে বিএনপি-ছাত্রদল, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘জঙ্গি’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে তারা। দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশব্যাপী তাণ্ডব সম্পূর্ণভাবে জঙ্গি কর্মকাণ্ড।”

তিনি আরও বলেন, “আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে। আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি।”

আওয়ামী লীগ সভাপতি বলেন, “তাদের উদ্দেশ্য এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনও ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশকে সেবা দেয় ও  মানুষের জীবন মান উন্নত করে, তা ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশকেই ধ্বংস করে ফেলা।”

Link copied!