সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির সেই দুই নেতাকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:৩১ পিএম

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির সেই দুই নেতাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলনের সময় হেনস্থা এবং তালাবদ্ধ করার হুমকির অভিযোগে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাময়িকভাবে অব্যাহতি পাওয়া নেতারা হলেন— রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এই দুই নেতাকে কমিটির সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের আগামী দুই দিনের মধ্যে লিখিত ও সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যথাযথ ব্যাখ্যা না দিলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সূত্রপাত ঘটে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে, যেখানে এনসিপির নতুন জেলা কমিটির সংবাদ সম্মেলন চলছিল। এ সময় মেহেদী হাসান ফারাবি ও সোয়াইব আহমেদসহ কয়েকজন সাংবাদিকদের সম্প্রচার বন্ধ করতে বলে এবং না মানলে ঘরে তালাবদ্ধ করার হুমকি দেয়। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নেতারা দৌড়ে বেরিয়ে যান, সাংবাদিকরাও তাদের পিছু নেন।

এ ঘটনায় জাতীয় যুবশক্তি গত মঙ্গলবার (২ ডিসেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Link copied!