সমন্বয়কদের নির্বাচন

তাসনিম জারার চোখ এরশাদের আসনে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৫, ০৭:১৬ পিএম

তাসনিম জারার চোখ এরশাদের আসনে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ছাত্র-জনতার অভ্যুত্থানে পেশাজীবিদের মধ্যে অনলাইনে সবচেয়ে সরব ভূমিকা রেখেছিলেন ড. তাসনিম জারা। অনলাইনে বিশাল অনুসারী থাকায় তার প্রতিটি কার্যক্রম দেশব্যাপী জনগণের মাঝে ছাত্রদের পক্ষে সমর্থন যোগাতে সাহায্য করে। আর বিদেশে আকর্ষণীয় ক্যারিয়ার ছেড়ে ‘রিভার্স ব্রেণ ড্রেইন’ এর অংশ হিসেবে দেশে সেবা করাকেই বেছে নেন তিনি।

বর্তমানে তিনি নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য-সচিব পদে রয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার পরিকল্পনাও করছেন তিনি।

ঢাকা ১৭ 

ঢাকা ১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। বর্তমানে এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন। 

২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ফলে এই নির্বাচনী আসনে ২০০৮ সালেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০৮ সালে এই আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে নির্বাচিত হন বিএনএফ থেকে এস এম আবুল কালাম আজাদ। ১৮ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চিত্রনায়ক ফারুক নির্বাচিত হন। এরপর উপ নির্বাচনে মোহাম্মদ এ আরাফাত ও সর্বশেষ ২৪ এর নির্বাচনেও তিনি নির্বাচিত হন।

সব মিলিয়ে এই আসনে কোন প্রার্থী বা দলীয় প্রভাব খুব বেশি নেই। গুলশান, বনানী অভিজাত এলাকা হলেও এই আসনে বস্তি ও নিম্ন আয়ের ভোটারের সংখ্যাই বেশি। তাই প্রার্থীদের বস্তিতে প্রচারণায় বেশি উদ্যোগী দেখা যায়। তবে বিএনপির প্রার্থী বাছাইয়ে এবার বেশ হেভিওয়েট নাম দেখা যেতে পারে এই আসন থেকে। ধারণা করা হচ্ছে তাবিথ আউয়াল কিংবা ডা. ফরহাদ হালিম ডোনার এই আসন থেকে বিএনপির নমিনেশন পেতে পারে। 

ভোটের চিত্র

ঢাকা ১৭ আসনে ২০২৪ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন। বিএনপি এই নির্বাচন অংশ না নেয়ার কারনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ এ আরাফাত। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারা বাংলাদেশ এর আইনুল হক ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।

এদিকে ২০২৩ সালের উপ নির্বাচনেও জয় লাভ করেছিলেন মোহাম্মদ এ আরাফাত। তিনি ২৮ হাজার ৬১৬ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুক জয় লাভ করেন। তিনি১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থ ৩৮ হাজার ৬৩৯ ভোট পান।

এদিকে ২০১৪ সালে বিএনপি নির্বাচন অংশ না নিলে এই আসনে বিএনএফের প্রার্থী এস এম আবুল কালাম আজাদ ৪৩ হাজার ৫৮৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী জাপা (মঞ্জু) পান ২২ হাজার ৪৬ ভোট।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ১ লাখ ২৩ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির হান্নান শাহ ৫৬ হাজার ২৬৭ ভোট।

ডা. তাসনিম জারার পরিচয়

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও “সহায় হেলথ”-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল (ডিসটিঙ্কশন) অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন, এটি নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।

ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার ডা. তাসনিম জারাকে ‘ভ্যাকসিন লুমিনারি’ নামক বিশেষ সম্মাননা প্রদান করেন। তার কাজ নিয়ে বিবিসি, টাইমস, স্কাই নিউজ, ইয়াহু ও দ্যা ফিনান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করেন। তিনি ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইডি (Fide) হিসেবে স্বীকৃতি লাভ করেন।

ডা. তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিক্যাল শিক্ষার্থীদের পড়ান। তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো। তার গবেষণাপত্র ইউরোপ ও আমেরিকার বিখ্যাত জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি সাজিদা ফাউন্ডেশনের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের একজন সদস্য।

ডা. তাসনিম জারা সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন৷ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ নিয়মিত তার স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো দেখেন।

শেষকথা

ঢাকা ১৭ আসনটি নতুন হবার ফলে দলীয় প্রভাব এখনও লক্ষ্য করা যায়নি। মূলত এই আসনটি অভিজাত এলাকা নিয়ে গঠিত হলেও বিভিন্ন বস্তি ও নিম্ন আয়ের ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। সেই সাথে বিএনপির চেয়ারপার্সনের বাড়িসহ তাদের কার্যালয় থাকা এই আসনে নেতা-কর্মীদের আগমন বেশি। তবে তারা অধিকাংশই এই আসনের ভোটার নয়। তবে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এই আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। তাবিথ আউয়ালও এই আসন থেকে নমিনেশন চাইতে পারেন। প্রার্থী যেই হোক বিএনপি এই আসন পেতে সর্বোচ্চ চেষ্টা করবে।

ড. তাসনিম জারা ইতোমধ্যে এই আসনে বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। ফলে বস্তি ও নিম্ন আয়ের লোকদের সাথে তার যোগাযোগ বেশ পুরোনো। সেই সাথে নিজের সামাজিক পরিচিতি ও নতুন দলের প্রভাবও পড়বে এই আসনে।

Link copied!