ডানা মেলে আবার আকাশে কীভাবে উড়ছে মৃতপাখি?

শামস তারেক আজিজ

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৯:৪৯ পিএম

ডানা মেলে আবার আকাশে কীভাবে উড়ছে মৃতপাখি?

সংগৃহীত ছবি

আপনি কি নিশ্চিত আপনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিটি আসলেই পাখি নাকি বিজ্ঞানীদের তৈরি করা কোন অত্যাধুনিক ড্রোন? 

সাধারণত ড্রোন বলতে আমাদের চোখের সামনে যা ভেসে ওঠে সে ধারণা থেকে খানিকটা ভিন্ন রকমের ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাদের ড্রোনগুলো তৈরি করা হয়েছে মৃতপাখির পালক ও দেহাবশেষ থেকে। দেখতেও ঠিক সত্যিকারের পাখিরই মতোই। এগুলো আবার ডানা ঝাপটেও উড়ে বেড়ায় মুক্ত আকাশে। 

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড টেকনোলজির গবেষকেরা ট্যাক্সিডার্মি (মৃত প্রাণিদের দেহ সংরক্ষণ) পদ্ধতিতে সংরক্ষিত পাখিদের ড্রোনে রূপান্তর করেছেন। 

এর মাধ্যমে শুধুমাত্র পাখিদের উড়ার পদ্ধতি সম্পর্কেই নয় বরং এ ড্রোন ব্যবহার করে বন্যপ্রাণীদের গতিবিধি নিয়েও গবেষণা চালানো যাবে।  

এ নতুন এই ড্রোন সম্পর্কে গবেষণায় নেতৃত্ব দানকারী প্রকৌশলী মোস্তফা হাসানিলিয়ান বলেন, “ড্রোন তৈরীতে কৃত্রিম উপকরণ ব্যবহারের বদলে আমরা মৃত পাখিদের দেহকে রি-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ড্রোনে পরিনত করতে পারি।” 

তিনি আরও জানান, তৈরিকৃত প্রোটোটাইপ ড্রোনটি এখন মাত্র ২০ মিনিট উড়তে পারলেও আগামীতে এটি কীভাবে আরও বেশি সময় উড়তে পারে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ বছরের জানুয়ারিতে আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স  এর বিজ্ঞান ও প্রযুক্তি (SciTech) ফোরামে  গবেষণাটি উপস্থাপন করেন এর গবেষকেরা। 

বিশ্বজুড়ে মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে প্রামাণ্য চিত্র, ছবি তোলা, পণ্য সরবরাহ এবং সামরিক নজরদারি পরিচালনাসহ বিভিন্ন উদ্দেশ্যে ড্রোন ব্যবহার করা হয়ে থাকে, বলছে ইংল্যান্ডের ‘ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম’। বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে’ প্রায় ১১ লাখের অধিক বিনোদনমূলক ড্রোন নিবন্ধিত রয়েছে। 

তবে এ ধরনের ড্রোন বন্যপ্রাণীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ড্রোনগুলো দেখে পাখিরা ভয় পেয়ে তাদের বাসা ত্যাগ করতে পারে, কিংবা ছোট বাচ্চাদের অরক্ষিত অবস্থায় রেখেই চলে যেতে পারে। এছাড়া পাখিরা প্রায়শই ড্রোনগুলোকে আক্রমণ পর্যন্ত করতে পারে। 

Link copied!