রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মামলায় কারাগারে আটক চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর হওয়ায় আজই তাকে কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর দুইটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন ।
জামিন মঞ্জুরের পর পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত তার জামিন মঞ্জুর করেছেন। তার মুক্তিতে আর কোনো বাধা নেই। আজকের মধ্যেই তাকে জেল থেকে মুক্ত করার চেষ্টা করব।পুলিশের চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করা হয়েছে বলেও তিনি জানান ।
পরীমনির আইনজীবী আরও বলেন, পরীমনির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি ও আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আইনি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সেই কারণেই আজকের জামিন লাভ সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ‘আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা চেষ্টা করব আজকেই যেন জেলহাজত থেকে মুক্ত করা যায়।’
উল্লেখ্য, ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।