এশিয়ার প্রথম নারী হিসেবে অস্কার পেলেন মিশেল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ০৬:১৩ পিএম

এশিয়ার প্রথম নারী হিসেবে অস্কার পেলেন মিশেল

কেট ব্ল্যানচেট, মিশেল উইলিয়ামসদের মতো তারকাদের হারিয়ে প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে অস্কার জিতলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স ছবির জন্য চলচ্চিত্রের এই সর্বোচ্চ পুরস্কার জেতেন মিশেল।

তাঁর অভিনীত এই ছবিটি এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে।

শুধু ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ অভিনেত্রী হিসেবে নয়, এই জয় হবে সবচেয়ে বড় প্রাপ্তি এশীয়দের জন্য বলে সম্প্রতি মন্তব্য করেছেন মিশেল ইয়ো। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যায়িত করেন। 

তিনি আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশাল ব্যাপার। তার কাছে এটি এমন যে, এশিয়ানদের সম্পূর্ণ সম্প্রদায় এগিয়ে এসে তাকে বলছে, ‘আমাদের জন্য আপনাকে এটি করতেই হবে, জিততেই হবে।

এই অভিনেত্রী বলেন, সবাই ভাবে এশীয়রা এত আবেগ দেখায় না। একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে যে আমাদের গল্প বলার দরকার পড়ে না, যা প্রকৃতপক্ষে সত্য নয়। আমরা এইভাবেই গল্প বলি যা একটি পার্থক্য তৈরি করে। তবে দর্শকরা হলিউডের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের প্রতিফলন দেখতে চায়।

৬০ বছর বয়সের এই মালয়েশীয় অভিনেত্রী যিনি এরই মধ্যেই গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার উভয়ই জিতেছেন, এবং মিশেল ও সেরা অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।

Link copied!